Apan Desh | আপন দেশ

‘তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‘তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন’

ছবি : আপন দেশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন। সে দৃশ্য এবং ইতিহাস কোনো দিন মুছে যাবে না; এটি ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে স্মরণীয় থাকবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জাতীয়তাবাদী পতাকা হাতে ‘রক্ত পিপাসু শেখ হাসিনাকে পরাজিত’ করতে যে ভূমিকা তারেক রহমান তৈরি করেছেন এবং তরুণদের নেতৃত্ব দিয়েছেন, তা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর তারেক রহমান দেশীয় রাজনীতি এবং প্রবাসে থেকেও সংগঠনকে সুসংগঠিত রেখেছেন। তিনি যোগ করেন, তারেক রহমান যে দৃঢ় নেতৃত্ব দেখিয়েছেন, তা নতুন প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে প্রেরণা জোগাবে।

আরও পড়ুন<<>>‘আগামী নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে’

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, এ নেতারা আন্দোলনের সময় আপসহীন থেকেছেন। পুলিশের নিপীড়নের মধ্যেও তারা রাজপথে সক্রিয় ছিলেন। তাদের নেতৃত্বে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপি একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে উঠবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নতুন নেতারা জনগণের আস্থা অর্জন করবে, সে আস্থার ভিত্তিতেই মানুষ ধানের শীষে ভোট দেবে। তিনি জানান, বিএনপি ১৬ বছর ধরে এক লক্ষ্যেই সংগ্রাম চালাচ্ছে- গণতন্ত্র পুনরুদ্ধার।

রিজভী আওয়ামী লীগ ও বর্তমান সরকারের ওপর তীব্র সমালোচনা করেন। তার ভাষ্য, শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন, ভোটাধিকার হরণ করেছেন। এছাড়া, বিদেশে তাদের সম্পদের সাম্রাজ্য গড়ে উঠেছে। দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ থাকা সত্ত্বেও তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

তিনি শহীদ আন্দোলনকারীদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন এবং বলেন, ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মুগ্ধের রক্ত বৃথা যাবে না। তাদের ত্যাগ দেশের মানুষকে গণতন্ত্রের লড়াইয়ে অনুপ্রাণিত করবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়