
নুরুল হক নুর
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সরকারকে সাধুবাদ জানিয়ে দলটির বিবৃতিতে বলা হয়েছে, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য সরকারকে সাধুবাদ।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নুরুল হক নুরের চিকিৎসা হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।
দলীয় সূত্র জানায়, নুরের এখনও কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে এবং পুরনো আঘাত থেকেও সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরওপড়ুন<<>>‘বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়, খাট দিয়ে প্রচার চালাবে না’
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বস্তি প্রকাশ করে বলেন, দেরিতে হলেও সরকার নুর ভাইকে বিদেশে পাঠানোর সুযোগ দিয়েছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। উন্নত চিকিৎসার মাধ্যমে ভিপি নুর দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ থামাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে নুরসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।