‘নুরের ওপর হামলায় জড়িতরা রেহাই পাবে না’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া এ হামলায় জড়িত কেউ রেহাই পাবে না বলেও জানানো হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতি বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার।
০৬:০৫ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার