Apan Desh | আপন দেশ

জামায়াতে ইসলামীর কর্মসূচির সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর কর্মসূচির সময় পরিবর্তন

ফাইল ছবি।

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচির সময়ে পরিবর্তণ আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দলটির ঘোষিত কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে পালিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জামায়াতে ইসলামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবাসী ইতোমধ্যেই অবগত হয়েছেন যে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ৫-দফা দাবির ভিত্তিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরওপড়ুন<<>>‘পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান’

এমতাবস্থায় বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, সকালের পরিবর্তে বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। এজন্য ইতোমধ্যেই সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে।

আরও জানা যায়, আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়