Apan Desh | আপন দেশ

‘সচিবালয়ে এখনও আ.লীগের প্রেতাত্মা রয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

‘সচিবালয়ে এখনও আ.লীগের প্রেতাত্মা রয়েছে’

জয়নুল আবেদিন ফারুক। ফাইল ছবি

সচিবালয়ে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জয়নুল আবেদিন ফারুক বলেন, হাসিনা ও তার মেয়ে দিল্লিতে রয়েছে। এছাড়া যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সে স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে রয়েছে।

আরওপড়ুন<<>>‌‘জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে’

তিনি আরও বলেন, আজ যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে। তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত, তাদের মধ্যে দু-একজন ছাড়া এ সরকার কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন কমিশন প্রধান ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা (আওয়ামী প্রেতাত্মা) আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে নির্বাচন বানচালের প্রস্তুতি নিচ্ছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়