
সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি হাইকমিশনার বিএনপির কার্যালয়ে পৌঁছান। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও সেখানে ছিলেন।
আরও পড়ুন>>>ইমরান খানও রেখার প্রেমিক ছিলেন
গত ১৭ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নতুন হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেনে।
ঢাকায় নতুন হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হবেন। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা আহমেদ মারুফ চলতি বছরেরে মে মাসের প্রথমার্ধে হঠাৎ করে ছুটিতে যান। এরপর তিনি আর ফেরেননি।
নতুন হাই কমিশনারের দায়িত্বে আসা পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইমরান হায়দার সবশেষ মিয়ানমারে রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।