Apan Desh | আপন দেশ

এনসিপি নেতা মাহিন বহিষ্কার, জানা গেল কারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০২, ১৯ আগস্ট ২০২৫

এনসিপি নেতা মাহিন বহিষ্কার, জানা গেল কারণ

মাহিন সরকার। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহের আগে দলের অনুমতি না নেয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সোমবার (১৮ আগস্ট) রাতে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহবায়ক এবং সদস্যসচিব থেকে অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।

আরওপড়ুন<<>>‘মিডিয়াকে বিশ্বাস করা বোকামি’

এর আগে কোনো কারণ উল্লেখ না করে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহিনকে বহিষ্কারের কথা জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বহিষ্কার আদেশ সোমবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন এনসিপি মাহিন সরকার। ওইদিন দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়