
হাসপাতালে জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। শনিবার (০২ আগস্ট) ডা. শফিকুর রহমানের চিকিৎসা কাজে নিয়োজিত মেডিকেল টিমের সদস্য ডা. খলিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামায়াত আমীরের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি ভালো আছেন। তাকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের পর তার চিকিৎসার আপডেট জানানো হবে।
এরআগে সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়োটারে নেয়া হয়। এরপর সাড়ে ৭টার দিকে তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। সাড়ে ১২টার দিকে অপারেশন শেষ হয়।
শুক্রবার (০১ আগস্ট) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হৃদযন্ত্রে ৫টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।
আরও পড়ুন<<>>লোকাল বাসে তারেক রহমান, যেন জিয়াউর রহমানের প্রতিচ্ছ্ববি
মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুইবার ঢলে পড়েন শফিকুর রহমান। পরে বসে বসে বক্তৃতা করেন। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।