
ছবি : আপন দেশ
জামালপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ হ্যাপি (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক হ্যাপি জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার মৃত সাদেক আলীর মেয়ে।
শনিবার (১৯ জুলাই) রাতে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহেবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জামালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোহেব্বুল্লাহ জানান,আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে তাকে আটক করা হয৷এসময় তার কাছে ২৮ পিস ইয়াবা পাওয়া যায়।আটক সেই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসআই মোহেবুল্লাহ আরও জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মাদকের বিরুদ্ধে জামালপুরে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।