Apan Desh | আপন দেশ

‘ড. ইউনূসকে পদত্যাগ করতে দেব না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ২৩ মে ২০২৫

আপডেট: ২৩:০১, ২৩ মে ২০২৫

‘ড. ইউনূসকে পদত্যাগ করতে দেব না’

বক্তব্য দিচ্ছেন গণাধিকার পরিষদ নেতা রাশেদ খান

দায়িত্ব শেষ করার আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদত্যাগ করতে চাইলেও গণঅধিকার পরিষদ তাকে পদত্যাগ করতে দেবে না। বলেছেন, দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে যুব অধিকার পরিষদের এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

আগামী সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করারও দাবি জানান রাশেদ খান। তিনি বলেন, ড. ইউনূসের ওপর আমাদের আস্থা রয়েছে। কিন্তু তার টিম ভাল খেলছে না। ভাল টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যা বিচার করতে হলে অবশ্যই ডক্টর মুহাম্মদ ইউনূসের টিম পুনর্গঠন করতে হবে।

অন্যথায় এ টিম নিয়ে খেলে ডক্টর মুহাম্মদ ইউনূস ভাল করলেও, টিম দিয়ে ম্যাচ জেতা যাবে না। আর একারণেই আমাদের দাবি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন।

আরওপড়ুন<<>>‘পদত্যাগ নাটক বন্ধ করে নির্বাচনী তফসিল ঘোষণা করুন’

রাশেদ খান বলেন, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তিনি পদত্যাগ করছেন না। মূলত একাধিক উপদেষ্টা ও এনসিপি নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বলেছেন, তোমরা সংযত হও, নইলে আমি দায়িত্বে থাকব না।

গণঅধিকার পরিষদ সম্পাদক বলেন, নির্বাচনের আগে বা পরে জাতীয় সরকার প্রতিষ্ঠা ছাড়া এ রাষ্ট্রকে জনকল্যাণকর করে গড়ে তোলা যাবে না। সরকার না ডাকলেও সকল রাজনৈতিক দলকে নিয়ে গণঅধিকার পরিষদ ঐক্যের চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি।

যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মিজানুর রহমান, দক্ষিণ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দীন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি রাহুল ইসলাম, সাধারণ সম্পাদক  হোসাইন নুর, ঢাকা মহানগর দক্ষিণ যুবঅধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হিরণ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শুভ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

মূলত, সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমসহ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করে যুবঅধিকার পরিষদ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়