Apan Desh | আপন দেশ

মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ২ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৩৫, ২ মার্চ ২০২৫

মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির

ছবি: আপন দেশ

পবিত্র রমজান ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (০২ মার্চ) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা, সংগঠনের সব স্তরে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল, মাসব্যাপী ফ্রি অর্থসহ কোরআন উপহার দেয়া, প্রত্যেক জনশক্তি নিজে তেলাওয়াত সহীহ করবেন ও নতুন করে অন্তত একজন শিক্ষার্থীকে কোরআন শেখানো। এছাড়া মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স আয়োজন করবে সংগঠনটি।

আরওপড়ুন<<>>জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

একইসঙ্গে, অসচ্ছল, হতদরিদ্র পরিবার, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ, শিক্ষার্থী, হোটেল মালিক ও ব্যবসায়ীদের প্রতি কেন্দ্রীয় সভাপতির আহবান পৌঁছানো, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানোর কাজ করবে ছাত্রশিবির।

এছাড়া মাসব্যাপী ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনাসভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজন করতে বলা হয়েছে সংগঠনের নেতাকর্মীদের।

রমজানের পুরো মাসে বিভিন্ন শাখা তাদের সুভিধামতো সময়ে এ কর্মসূচি পালন করবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা