চতুর্থ বর্ষে আপন দেশ: সাহস, সংগ্রাম ও পাঠকের পাশে থাকার অঙ্গীকার
২৫ জুলাই ২০২২—তারিখটি আমাদের জন্য কেবল একটি আনুষ্ঠানিক সূচনা নয়, বরং একটি সাহসী অভিযাত্রার সূচনাবিন্দু। সে দিন থেকেই “ডেইলি আপন দেশ ডটকম” সংবাদপাঠের ডিজিটাল দুনিয়ায় যাত্রা শুরু করেছিল সত্য ও সাহসের পতাকা হাতে। পথচলা সহজ ছিল না। প্রতিটি ধাপে ছিল বাধা, প্রতিকূলতা, এবং কখনো কখনো হুমকি-ধামকি কিংবা আইন নামধারী নিপীড়নের ফাঁস।