যেভাবে ভোট দেবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ান ইচ্ছা পোষণ করেছেন। কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি এসব কথা বলেন। এবার প্রবাসী ও দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন শৃঙ্খলা বাহিনী ও কয়েদিদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে ইসি।
০২:১৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার