ছবি: আপন দেশ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বন্দর চেয়ারম্যান বন্দরের অর্জন, ডিজিটালাইজেশন, জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম হ্রাস, বিদেশি অপারেটরের নিয়োগ, বে টার্মিনাল ও মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও শ্রমিক সংগঠনের ইতিবাচক ভূমিকা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বে টার্মিনাল চালু হলে বন্দরটি দক্ষিণ এশিয়ার নৌ বাণিজ্য হাবে পরিণত হবে। যা দেশের অর্থনীতি শক্তিশালী করবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
এছাড়া কোল্ড চেইন ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে আমদানি করা রেফার কনটেইনার সংরক্ষণে মার্কিন সরকারের আগ্রহকে স্বাগত জানানো হয়।
আরও পড়ুন <<>> সব হাসপাতালকে জরুরি নির্দেশনা
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন এবং বন্দরকে আরও দক্ষ, আধুনিক ও বিশ্বমানের হিসেবে গড়ে তোলায় সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া বাংলাদেশে বন্দর কেন্দ্রিক বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ ও রপ্তানিকৃত পণ্য খালাসে সহযোগিতার প্রতিশ্রুতি জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রতিনিধিদলের মাইকেল পেনেল, পল ফ্রস্ট, ফিরোজ আহমেদ, আসিফ আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক এবং সচিব মোহাম্মদ আজিজুল মওলা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































