Apan Desh | আপন দেশ

নির্বাচনে সহিংসতা ঘটলে দায়ী থাকবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০২, ২৫ জানুয়ারি ২০২৬

নির্বাচনে সহিংসতা ঘটলে দায়ী থাকবে আওয়ামী লীগ

ছবি: আপন দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক প্রকাশ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি রয়েছে।

সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হয়, নয়াদিল্লিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন, আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকল এবং সুপ্রতিবেশী আচরণের পরিপন্থি। এতে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই বক্তব্যে শেখ হাসিনা সরকারের পতনের আহবান দিয়েছেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন বানচালের জন্য সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহবান জানিয়েছেন।

আরও পড়ুন <<>> রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যয় বাড়ালো হাজার কোটি টাকা

সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংঘটিত যে কোনো সহিংসতা, ধ্বংসযজ্ঞ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে। এছাড়া, তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে উল্লেখ করা হয়, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো তাকে দেশে ফেরত আনার দায়িত্ব পালন করেনি।

তার পরিবর্তে ভারতীয় ভূখণ্ডে উসকানিমূলক বক্তব্য দেয়ার সুযোগ তৈরি করছে। যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়