Apan Desh | আপন দেশ

নারী ফুটসাল জয়ী দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৪, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৮, ২৫ জানুয়ারি ২০২৬

নারী ফুটসাল জয়ী দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

ছবি: আপন দেশ

বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এ অর্জন বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।

তিনি বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন <<>> ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদফতর

একই সঙ্গে এ সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়