Apan Desh | আপন দেশ

হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার জাতির সঙ্গে প্রতারণা: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩২, ১৯ জানুয়ারি ২০২৬

হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার জাতির সঙ্গে প্রতারণা: বাণিজ্য উপদেষ্টা

শেখ বশিরউদ্দীন । ফাইল ছবি

যারা গণভোট নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করেন তিনি। সেখানে এ মন্তব্য করেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক তথ্য।

তিনি আরও বলেন, একপক্ষ গণভোট নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। অথচ আমরা হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরছি।

তিনি বলেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্য দূর হবে। যারা দুর্বৃত্তায়নের মাধ্যমে সম্পদ ও প্রশাসন কুক্ষিগত করে মানুষের অধিকার হরণ করেছেন, সংশোধনী সে অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেবে।

তিনি আশ্বাস দেন, দেশকে যদি পাঁচ বছর ইনসাফের সঙ্গে পরিচালনা করা যায়, তবে কারো মুখাপেক্ষী হতে হবে না এবং কোনো বিদেশি শক্তির প্রভাব থাকবে না।

আরও পড়ুন <<>> জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানান।

প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। চলচ্চিত্রে প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও তুলে ধরা হয় জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে সংস্কারের বিষয়গুলো।

এ ছাড়া ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় নির্মিত গানও পরিবেশন করা হয়।

সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও প্রকাশের জন্য একটি স্বাক্ষর বোর্ডও উন্মুক্ত রাখা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হ্যাঁ ভোট দেয়ার আহবান প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ আইসিসিকে ফের চিঠি দিচ্ছে বিসিবি বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভাঙল সেনেগাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত