ছবি : আপন দেশ
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা সভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা থেকে আমন্ত্রিতরা প্রবেশ শুরু করেন। সংসদ ভবনের ৬ নম্বর গেটে আগতদের ভিড় দেখা গেছে।
এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিয়মাবলি ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শোকসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে অবস্থান নেয়া শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় উপস্থিত থাকবেন।
আরও পড়ুন<<>>খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ
সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের ৬ নম্বর প্রবেশ গেটে জুমার নামাজের পর ভিড় বাড়তে থাকে। সময় যত গড়াচ্ছে ভিড় ততই বাড়ছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পেশাজীবীরাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা আসছেন। ৬ নম্বর গেট দিয়ে বিভিন্ন দূতাবাসের গাড়ি ঢুকতে দেখা গেছে।
শোকসভা ঘিরে সংসদ ভবনের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে নজরদারি করছেন। ভেতরে অনুষ্ঠান হলেও বাইরেও এলইডি বোর্ড বসানো হয়েছে যাতে সরাসরি ভেতরে প্রবেশ করতে না পারা লোকজনও দেখতে পারেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































