ছবি : আপন দেশ
রাজধানীর কাওরান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ‘রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তা ক্লিয়ার করি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
আরও পড়ুন : অবশেষে জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সোয়া ১২টার দিকে কাওরান বাজার মোড়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আন্দোনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান করছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































