Apan Desh | আপন দেশ

লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৬, ২৬ ডিসেম্বর ২০২৫

লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদান ঘোষণা

ঘটনাস্থল। ছবি : আপন দেশ

ঘন কুয়াশায় সংঘর্ষে লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘এতে নিহত ও আহতদের পরিবারকে অনুদান দেবে মন্ত্রণালয়।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।

এ ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটির কথা জানিয়ে নৌ উপদেষ্টা বলেন, ‘আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যে চালাচ্ছিল তার কোনো দোষ থাকতে পারে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ জানা যাবে। নিহতদের জন্য দেড় লাখ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়া হবে।’
 
সকাল ৮টার আগে বাল্কহেড চললে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান নৌ উপদেষ্টা।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ভোলার ঘোষেরহাট থেকে ঢাকায় আসছিল এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ। ঘন কুয়াশার কারণে হরিনা এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ ধাক্কা দেয় লঞ্চটিকে। মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় এমভি জাকির সম্রাট। 

আরও পড়ুন : মেঘনায় যাত্রীবাহী ২ লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহতদের ঢাকায় আনার পথে মারা যান আরও তিনজন। মরদেহগুলো নিয়ে আসা হয় সদরঘাট লঞ্চ টার্মিনালে। এসময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। নিহত চারজনই ভোলার বাসিন্দা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়