Apan Desh | আপন দেশ

আইজিপি বাহারকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৩২, ৯ ডিসেম্বর ২০২৫

আইজিপি বাহারকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

ছবি: আপন দেশ

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ নামের এক সংগঠন। এ কারণে শাহবাগে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শহীদ পিন্টু স্মৃতি সংসদ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে সড়ক অবরোধ করে। তাতে যোগ দিয়েছে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার মানুষ।

এর আগে, রোববার (০৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ বলে অভিযোগ করেন তার সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনা।

২০১৫ সালের মে মাসে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা যায়। তখন তিনি গ্রেফতার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ৩ মে তাকে কারগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হাসপাতাল তাকে মৃত অবস্থায় পেয়েছেন। 

আরও পড়ুন<<>>পিন্টু হত্যার বিচারের দাবিতে সমাবেশ, আইজিপির অপসারণ-বিচার দাবি

পিন্টুর পরিবার তখনই এ মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিযোগ তুলে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

এদিকে, আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের করা স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মধ্যে বর্তমান আইজিপি বাহারুল আলমের নামও ওঠে এসেছে।

প্রতিবেদনে বাহারুল আলমের নাম আসার পর তাকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান পিন্টুর সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়