আইজিপি বাহারুল আলম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের জন্য আইনি নোটিশ দেয়া হয়েছে। এ অপসারণের জন্য সরকারকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।
বিডিআর হত্যাযজ্ঞের ঘটনা নিয়ে একটি তদন্ত হয়েছিল। সে তদন্তের জন্য ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম এসেছে। এ কারণে তাকে তার পদ থেকে সরাতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন>>>ঢাকায় বড় ভূমিকম্পের আশঙ্কা
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।
নোটিশ পাঠানো তিন আইনজীবী হলেন—মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন, মো. আতিকুর রহমান। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে আইনের দ্বারস্থ হব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































