Apan Desh | আপন দেশ

ঢাকায় বড় ভূমিকম্পের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:২৩, ৪ ডিসেম্বর ২০২৫

ঢাকায় বড় ভূমিকম্পের আশঙ্কা

প্রতীকী ছবি

গত কয়েক দিনে ঢাকা ও তার আশপাশের জেলাগুলোতে বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে। একের পর এক কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার খুব কাছেই একটি নতুন ভূমিকম্প উৎস সক্রিয় হচ্ছে। এ উৎসটির প্রভাব দিনে দিনে বেড়েই চলেছে। এ কারণেই বারবার কম্পন অনুভূত হচ্ছে।

প্রথম বড় আঘাতটি এসেছিল গত ২১ নভেম্বর। সময় ছিল সকাল ১০টা ৩৮ মিনিট। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এটি ছিল একটি শক্তিশালী ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এ স্থানটি রাজধানী ঢাকা থেকে মাত্র ২৫ থেকে ৪০ কিলোমিটার দূরে। এর ফলে মুহূর্তের মধ্যে কম্পন ছড়িয়ে পড়েছিল। পুরো ঢাকা শহর ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

মাত্র দুই সপ্তাহে ঢাকায় অন্তত সাতবার কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ছয়টি কম্পনের উৎসই ছিল নরসিংদী এলাকায়। সর্বশেষ কম্পনটি অনুভূত হয় বৃহস্পতিবার ভোরে।

আরও পড়ুন>>>চীনে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, একই স্থান থেকে বারবার কম্পন হওয়া আফটারশক হতে পারে। কিন্তু এর পাশাপাশি বিশেষজ্ঞরা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত ২২ নভেম্বর সকালে ৩.৩ মাত্রার কম্পন হয় পলাশে। একই দিন সন্ধ্যায় ৪.৩ এবং ৩.৭ মাত্রার আরও দু’টি কম্পন রেকর্ড করা হয়। এরপর ২৭ নভেম্বর ঘোড়াশালে ৩.৬ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। সর্বশেষ ৪ ডিসেম্বর শিবপুর থেকে ৪.১ মাত্রার ভূমিকম্প আবারও ঢাকাকে কাঁপিয়ে দেয়।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন। তারা বলছেন, এ ছোট ও মাঝারি মাত্রার কম্পনগুলো বড় ভূমিকম্পের একটি সতর্ক সংকেত হতে পারে। বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত, যেখানে সক্রিয় প্লেট সীমান্ত রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়