Apan Desh | আপন দেশ

সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহবান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:৫৪, ৮ নভেম্বর ২০২৫

সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহবান

ছবি : আপন দেশ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভুয়া ও মিথ্যা প্রচারণা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহবান জানানো হয়েছে

আরও পড়ুন<<>>লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

শুক্রবার (০৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় সেনাবাহিনী লিখেছে, ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এ পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট দেয়া হয়েছে। 

গত ১৯ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়