
ছবি: আপন দেশ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নেভানোর কাজ শুরু হয়।
তিন ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী। এছাড়া, উদ্ধার কাজে সহায়তা করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ প্লাটুন সদস্য। বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন>>>শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।
বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।
শাহজালাল বিমানবন্দরে আগুন লাগায় বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। এর ফলে বিমানবন্দরটি থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলো আটকে পড়েছে। অন্যদিকে, ঢাকাগামী কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করে আসা বিমানবন্দরে ফিরে গেছে। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কলকাতার সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।