Apan Desh | আপন দেশ

ঢাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে হোস্টেল পরিচালক আটক

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:২১, ৮ অক্টোবর ২০২৫

ঢাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে হোস্টেল পরিচালক আটক

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের এক ছাত্রীকে নির্যাতন করা হয়েছে। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এছাড়া তাকে একটি কক্ষে আটকে রাখা হয়।এ অভিযোগে স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে অবস্থিত স্বপ্ননিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে তার একজন গেস্ট সঙ্গে দেখা করতে গেলে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করেন ও কক্ষে আটকে রাখেন। এতে ভুক্তভোগী ছাত্রী অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিতে চাইলে সেখানেও বাধা দেন হোস্টেল পরিচালক।

আরও পড়ুন>>>জকসু নির্বাচন প্রস্তুতিতে পাঁচ সদস্যের কমিটি

ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি, হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থী শেরেবাংলা থানার ওসিকে ঘটনাটি জানালে পুলিশ পরিচালককে আটক করে।

এ বিষয়ে শেরেবাংলা থানার ডিউটি অফিসার বলেন, গতকাল রাতে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় আনে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়