Apan Desh | আপন দেশ

‘দেশে জাতিসংঘের অফিস থাকলে মানবাধিকার সমুন্নত থাকবে’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪০, ২৭ জুলাই ২০২৫

‘দেশে জাতিসংঘের অফিস থাকলে মানবাধিকার সমুন্নত থাকবে’

ফরিদা আখতার।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে দেশে মানবাধিকার সমুন্নত থাকবে। এ কারণে সরকার এতে সম্মতি দিয়েছেন। এ মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

রোববার (২৭ জুলাই) সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, তারা এখানে কার্যালয় খুলতে চাইছেন, তার মানে এ নয় যে এখন মানবাধিকার পরিস্থিতি খারাপ। বরং এমন একটি কার্যালয় থাকলে ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা মানবাধিকার রক্ষার বিষয়ে সচেতন থাকবে। জাতিসংঘ যেহেতু এ বিষয়ে সক্রিয়, তাই আমরা বিষয়টি নিশ্চিত করতে চাই। এ কারণেই সরকার সম্মতি দিয়েছে।

আরও পড়ুন>>>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা রিমান্ড

বিগত সরকারের সময়ের মানবাধিকার পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিগত সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তখন মানবাধিকার সংগঠনগুলো আমাদের পক্ষে কাজ করেছে, আন্তর্জাতিকভাবে প্রতিবেদন তৈরি করেছে। এর ফলে সে ফ্যাসিবাদী সরকার আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয়েছে।

বর্তমান সরকারের নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়, কঠোরভাবে কাউকে দমন করতে চায় না। অনেক ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেলেও আমরা সহনশীলতার পরিচয় দিই। সমাজে যেসব কারণে মব সৃষ্টি হয় সেগুলোর কারণ বের করতে হবে। এখানে সরকার কোনো বাড়তি দমনমূলক ব্যবস্থা নেয়ার পক্ষপাতি না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়