Apan Desh | আপন দেশ

দুপুর পর্যন্ত বন্ধই থাকল মাইলস্টোনের গেট, ঢুকতে পারেনি কেউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১৫:০৬, ২৩ জুলাই ২০২৫

দুপুর পর্যন্ত বন্ধই থাকল মাইলস্টোনের গেট, ঢুকতে পারেনি কেউ

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেট বুধবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত তালাবদ্ধই ছিল। কোনো শিক্ষক-শিক্ষার্থী, এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। আবার কলেজ চত্বরে কোনো ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না শিক্ষার্থীদের। তারপরও পুরো ক্যাম্পাস ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কড়া অবস্থান।

বুধবার সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, কলেজের গেট বন্ধ থাকলেও আশপাশের এলাকাজুড়ে জনতার উপস্থিতি ছিল। কেউ গেটের ফাঁক দিয়ে ভেতরে তাকাচ্ছেন, কেউ বা শিক্ষক-শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানার চেষ্টা করছেন। আর ভেতরে অবস্থান করছেন বিপুল সংখ্যক পুলিশ। পাশাপাশি কলেজের নিরাপত্তাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন।

গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন উৎসুক জনতা, যাদের মুখে শোক আর বিস্ময়ের ছিল ছাপ স্পষ্ট। অনেক অভিভাবককেই দেখা গেছে আবেগতাড়িত হতে। এলাকাবাসী, ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও মধ্যেও ছিল সে ছাপ। আবার গেটের সামনে গিয়ে কেউ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেন।

আরওপড়ুন<<>>হতাহতদের সঠিক সংখ্যা নিরূপণে তদন্ত কমিটি গঠন

কিছু মানুষ ধাক্কাধাক্কি করেন, কেউ কেউ সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকতে চান, তবুও অনুমতি মেলেনি। এ অবস্থায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা দাঁড়িয়ে থাকেন গেটের সামনেই।

উত্তরা-১১ নম্বর সেক্টরের বাসিন্দা মোস্তফা কামাল বলেন, শুধু দেখতে এসেছি, ভয়াবহ একটা ঘটনা ঘটেছে তো। মনে হয়, এখনো কিছু একটা হবে। পাশ থেকে দাঁড়িয়ে থাকা এক নারী বলেন, আমার ছেলের ১১টায় ছুটি হয়েছিল। আমার আত্মীয়র সন্তানও পড়ে এ কলেজে। তাই ভেতরে কেমন অবস্থা সেটি দেখতে আসলাম।

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া আজ শিক্ষার্থীদেরও কোনো কর্মসূচি বা জমায়েত দেখা যায়নি।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। মানবিক বিবেচনায় স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়