Apan Desh | আপন দেশ

‘জাতীয় সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত জরুরি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ১৫ জুলাই ২০২৫

‘জাতীয় সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত জরুরি’

অধ্যাপক আলী রীয়াজ। ফাইল ছবি

মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না জানিয়ে তিনি বলেন, দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনায় এসব কথা বলেন আলী রীয়াজ।

সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সময়ের স্বল্পতার কারণে কিছু বিষয়ে আমাদের যতটুকু অগ্রগতি প্রয়োজন আমরা ততটুকু অগ্রসর হতে পারছি না। এ সপ্তাহের পরে সময় স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে, বাস্তবতায় বিবেচনায় আমাদের কিছু কিছু বিষয় খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাই আশা করছি, সেগুলো আপনারা বিবেচনায় রাখবেন।

আরওপড়ুন<<>>প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে আলী রীয়াজ বলেন, আমাদের জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। যতদূর সম্ভব সবাই মিলে যেতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকেরই গত আলোচনাগুলোর মতোই কিছু অবস্থানগত পরিবর্তন অব্যাহত রাখতে হবে। কিন্তু সময়ের স্বল্পতা বিবেচনা করুন। যেন আমরা জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ তৈরি করতে পারি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, মৌলিক বিষয়ে সবার মতামতের মধ্যে দিয়ে এক জায়গায় যেতে পারি। কমিশন আলাদা কোনো সত্তা নয়। কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

১৪তম দিনের আলোচনা বেলা সোয়া ১১টার দিকে শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, লেবার পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা উপস্থিত আছেন। আজকের আলোচ্য বিষয় দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট; সংবিধান সংশোধন এবং এমপি নারী প্রতিনিধিত্ব।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়