Apan Desh | আপন দেশ

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১২:২৭, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ১৪:২৯, ১৫ জুলাই ২০২৫

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (১৪ জুলাই) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রধান উপদেষ্টা বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে। এ নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

আরওপড়ুন<<>>আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের

পিএসসির সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস। বদলি নীতিমালার সংস্কার চেয়ে তিনি বলেন, সুপরিকল্পিত বদলির ব্যবস্থা থাকতে হবে। তদবিরনির্ভর বদলি বন্ধ করতে হবে।

নারীবান্ধব অবকাঠামো গড়ার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি স্কুল ভবন নির্মাণ কমিটিতে নারী স্থপতি রাখতে হবে। যাতে ছাত্রীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নির্মাণ পরিকল্পনা হয়।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়েও জোর দিয়ে তিনি বলেন, শিশুদের ভবিষ্যতের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই হবে।

এ সময় উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, শিক্ষার মান বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়ন হয়েছে ঠিকই, তবে কাঙ্খিত ফল আসেনি। আমরা এখন স্কুলগুলোকে র‍্যাংকিং করছি। পিছিয়ে থাকা স্কুলগুলোকে বিশেষ কর্মসূচির আওতায় আনা হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়