Apan Desh | আপন দেশ

উড়তেই খুলে গেল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ১৬ মে ২০২৫

আপডেট: ১৮:৫৩, ১৬ মে ২০২৫

উড়তেই খুলে গেল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান

ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড়াল দিতেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিপাকে পড়েছিল। উড্ডয়নের পরই উড়োজাহাজটির পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। এ নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলটের দক্ষতায় শেষ পর্যন্ত ফ্লাইটটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। এতে কোনো যাত্রী আহত হননি।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিজি ৪৩৬ নামের ফ্লাইটটি। ড্যাশ ৮-৪০০ মডেলের এই উড়োজাহাজটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

উড্ডয়নের কিছু সময় পরই পাইলট লক্ষ্য করেন, বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরি বার্তা পাঠান এবং অবতরণের প্রস্তুতি নিতে বলেন।

এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়া হয়। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সতর্ক অবস্থানে চলে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. সাফিকুর রহমান বলেন, দুপুর ২টা ২০ মিনিটে ফ্লাইটটি সফলভাবে অবতরণ করে। কোনো যাত্রী হতাহত হননি। আমরা সব ধরনের জরুরি প্রস্তুতি নিয়েছিলাম। তবে ক্যাপ্টেন বিল্লাহ অসাধারণ দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে নামাতে সক্ষম হন।

বিমান সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ একটি চাকা হারালেও জরুরি অবতরণ সম্ভব।

ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও নিরাপদ অবতরণের পর সবাই স্বস্তি প্রকাশ করেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়া হবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়