Apan Desh | আপন দেশ

‘ছাত্ররা ব্যর্থ হলে ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ১৪ মে ২০২৫

আপডেট: ২০:২৩, ১৪ মে ২০২৫

‘ছাত্ররা ব্যর্থ হলে ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে’

ড. আব্দুল মঈন খান

ছাত্ররা যদি কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়, তাহলে ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে। বাংলাদেশ ব্যর্থ হবে। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মহানগরী সাংস্কৃতিক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে মঈন খান বলেন, আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। এক সময় দেশ পরিচালনা করেছি। আগামী দিনে যদি সুষ্ঠু ভোট হয়, দেশের জনগণ যাকে দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে।

তিনি  শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আজকে যারা নতুন প্রজন্ম তারাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে। গুরুদায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে। তোমাদের মনে রাখতে হবে এ দেশ তোমাদের। আমাদের সময় কিন্তু প্রায় শেষ। আর তোমাদের সময় শুরু।

কাজেই সেই কথা মনে রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এ সময় যদি নষ্ট করো তাহলে ১৮ কোটি মানুষের পরিচালনা দায়িত্ব যখন আসবে, তখন সঠিকভাবে পালন করতে পারবে না বলেও মন্তব্য করেন ড. মঈন খান।

আরওপড়ুন<<>>ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে দেশ: রিজভী

তিনি বলেন, ছাত্রদের যে শক্তি আছে, সেই শক্তি কিন্তু আমাদের নেই। শক্তি আছে বলেই তোমরা সামনের দিকে এগিয়ে গিয়েছো। জুলাই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়ে বাংলাদেশের বিপ্লবী পরিবর্তন এসেছে। সেই অর্জন তোমাদের। আমরা সেই কথা গর্বের সঙ্গে বলে থাকি।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, বিগত ১৫ বছর সংগ্রাম করে জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। কাজেই সেই গৌরব তোমাদের ধরে রাখতে হবে। এ সুযোগ যদি হেলায় হারাও, কোনো ভুল পথে গিয়ে সুনাম নষ্ট কর। তাহলে শুধু তোমরা ক্ষতিগ্রস্থ হবে না, বাংলাদেশের ভবিষ্যতে প্রজন্ম ক্ষতিগ্রস্থ হবে।

মঈন খান বলেন, লেখাপড়া তোমাদের কাছে তপস্যার মতো, এ কথা ভুলে গেলে চলবে না। তোমরা দেশ পরিচালনা করে দেশকে মঙ্গলের পথে নিয়ে যাবে। বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করবে নিশ্চয়ই। কিন্তু সেজন্য তোমাদের সঠিক প্রস্তুতি নিতে ক্লাসে ফিরে যেতে হবে। শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় সমাজে ফিরে আসতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনুস তালুকদার রাজুর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে মেডেল ও সনদ পত্র প্রদান করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়