Apan Desh | আপন দেশ

মধ্যরাতে শিল্পী মমতাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ১৩ মে ২০২৫

আপডেট: ০৯:২৭, ১৩ মে ২০২৫

মধ্যরাতে শিল্পী মমতাজ গ্রেফতার

মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমকে মধ্যরাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরওপড়ুন<<>>এবার নিবন্ধন হারালো আ.লীগ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মমতাজের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মনোনীত হন মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে এমপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়