Apan Desh | আপন দেশ

খিলগাঁওয়ে রিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ৩১ আগস্ট ২০২৪

খিলগাঁওয়ে রিকশা চালক নিহত

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে ছুরিকাঘাতে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহত বাসু মিয়ার (৪০) বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের চম্পকনগর গ্রামে। তার বাবা মৃত চান মিয়া। শনিবার (৩১ আগস্ট) ভোররাত ৩টার দিকে ফ্লাইওভারের বাসাবো ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

স্বজনদের ধারণা, বাসু মিয়ার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতে চেয়েছিল সন্ত্রাসীরা। বাঁধা দেয়ায় তার বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা খিলগাঁও থেকে রক্তাক্ত ও মুমুর্ষু অবস্থায় বাসু মিয়াকে হাসপাতালে নিয়ে আসে। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালে নিহত বাসু মিয়ার ভাতিজা মো. শাকিল জানান, ৩ ছেলের জনক বাসু মিয়া। তার ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন তিনি। 

শাকিল আজকের পত্রিকাকে বলেন, বেশিরভাগ সময় রাতে রিকশা চালাতেন বাসু মিয়া। গতরাতেও বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে। ভোরের দিকে তার ফোন থেকে এক পথচারী কল করে জানান, খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে এসে চাচাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়