Apan Desh | আপন দেশ

‘গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১২ মে ২০২৫

আপডেট: ২১:৩৩, ১২ মে ২০২৫

‘গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে’

ছবি: সংগৃহীত

সাংবাদিকরা গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে বের করে আনতে না পারলে সরকার তো কিছু করতে পারবে না। বলেছেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

নিজের ঘর নিজেকে পরিষ্কার করতে হবে মন্তব্য করে তিনি বলেন, সামনের দিনে যাতে শিকারি সাংবাদিকতার ফাঁদে না জড়িয়ে যাই সেই চেষ্টা করতে হবে। এজন্য সাংবাদিক সংগঠনগুলো বেশি ভূমিকা রাখতে পারে।

রোববার (১১ মে) বিকেলে আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিআইবি মহাপরিচালক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফারুক ওয়াসিফ বলেন, সরকার আইন করে, পুলিশ দিয়ে গণমাধ্যম থেকে সাংবাদিকদের তুলে নিয়ে যাবে সেটা তো হতে পারে না। কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধ থাকলে, সুনির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা নিতে পারে। কিন্তু কেউ রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের সমর্থক ছিল, সে কারণে কাউকে গ্রেফতার, চাকরিচ্যুতি চাই না।

জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, নানা ধরণের চাপের মধ্যেও সাংবাদিকদের মধ্যে অনেকে সত্য ঘটনা তুলে ধরায় মানুষকে জানাতে পেরেছেন। সবাই না হলেও আমরা অনেকেই ছিলাম। আর আমরা ছিলাম বলেই আলোটা জ্বলেছিল। একটা ফ্যাসিবাদ তাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছিল। এটা আশার জায়গা। এগুলো আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে।

আরওপড়ুন<<>>ঢাকা পোস্টের বর্ষসেরা কর্মী পুরস্কার পেলেন রাবি প্রতিনিধি জিসান

সংবাদ সংস্থা প্রেসেঞ্জাকে এমন সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে ভবিষ্যতে আরও দেশি-বিদেশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা কাজ করব। যাতে সদস্যরা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রেসেঞ্জা-ডিআরইউ আগামী দিনে আরও নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবে। পাশাপাশি পিআইবির মতো প্রতিষ্ঠানের সঙ্গেও অনুসন্ধানী সাংবাদিকতাসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করা হবে। যাতে সদস্যদের নিজ নিজ অঙ্গনে পেশাগত কাজ করা আরও সহজ হয়।

ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসেঞ্জা, ঢাকা ব্যুরোর প্যানেল এডিটর শামসুল হক বসুনিয়া ও শেখ আরীফ।

গত ১৮ এপ্রিল আন্তর্জাতিক প্রেস এজেন্সি- প্রেসেঞ্জা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘রিপোর্টিং অন নন-ভায়োলেন্স অ্যাপ্রোচ’ শীর্ষক কর্মশালায় অংশ নেয়া শতাধিক সাংবাদিকের মধ্যে অনুষ্ঠানে সার্টিফিকেট তুলে দেয়া হয়। কর্মশালাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, চিলি এবং ইতালি থেকে একযোগে ওয়েবিনার-এ পরিচালিত হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়