Apan Desh | আপন দেশ

এক ইলিশের দাম ১৪ হাজার ৫০০ টাকা!

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩৪, ১৬ আগস্ট ২০২৫

এক ইলিশের দাম ১৪ হাজার ৫০০ টাকা!

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকালে জেলে সিদ্দিক প্রামাণিকের জালে ধরা পড়ে বিরল এ ইলিশটি। নিলামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

তিনি জানান, খবর পেয়ে আমি জেলে সিদ্দিক প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করে নিলামে অংশ নেয়। প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৩ হাজার ৭০০ টাকায় মাছটি কিনি। পরে ময়মনসিংহের বাসিন্দা ও অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে মাছটি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।

আরওপড়ুন<<>>বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ, ইমাম-মুয়াজ্জিনসহ কারাগারে ৪

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মার মোহনাতেই বড় আকারের সুস্বাদু ইলিশ ধরা পড়ে। বিশেষ করে বড় সাইজের ইলিশের প্রতি প্রবাসীদের আগ্রহ থাকায় এসব মাছের দাম হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে যায়।

শাহজাহান শেখ আরও বলেন, ওই প্রবাসী আমার কাছে একটি বড় ইলিশের জন্য বলে রেখেছিলেন। আজ সকালে ইলিশটি নিলামে কিনে তাকে মোবাইল জানায়। তিনি মানিকগঞ্জে তার এক আত্মীয়কে পাটুরিয়া ঘাটে পাঠালে আমরা তার কাছে মাছটি পৌঁছে দিই। এ ধরনের ইলিশ এ মৌসুমে আগে এক-দুটির বেশি পাওয়া যায়নি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়