
ছবি: সংগৃহীত
আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে শনিবার (২৭ সেপ্টেম্বর) আবু খালেদ পাঠান ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এ পুরস্কার প্রদানের আয়োজন করে।
এ বছর পুরস্কার পেয়েছেন- কথাসাহিত্যিক সৈয়দ কামরুল হাসান এবং লেখক, প্রাবন্ধিক ও নাট্যকার গোলাম শফিক। পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও প্রশংসাপত্র তুলে দেয়া হয়।
এ সময় সাহিত্যচর্চা ও সংস্কৃতিচেতনার বিকাশে আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ইতোমধ্যেই একটি মর্যাদাপূর্ণ আয়োজন হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে বলে মন্তব্য করেন উপস্থিত বিশিষ্টজন।
আরওপড়ুন<<>>অমর একুশে বইমেলা স্থগিত
পুরস্কার প্রদান কমিটির আহবায়ক লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- কথাসাহিত্যিক আহমদ বশীর, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কবি ও কারুকণ্ঠ সম্পাদক উপল হাসান এবং আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের সভাপতি নায়লা ইয়াসমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্জিয়া লিপি। পরে সংগীত পরিবেশন করেন সর্বপ্রাণ বোধের শিল্পী ও কবি কফিল আহমেদ।
উল্লেখ্য, ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জের প্রখ্যাত শিক্ষাবিদ, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা আবু খালেদ পাঠানের নামে গত বছর থেকে এ পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথম আসরে এ পুরস্কার পেয়েছিলেন বিশিষ্ট কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।