
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো ‘বইনামা লেখক পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। আর এ পুরস্কার পেয়েছেন নবীন ৯ লেখক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান বইনামার ব্যবস্থাপক রাশেদুল হাসান।
পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন- প্রবন্ধে ডা. মোজাম্মেল হক, কবিতায় সাব্বির আহমাদ, উপন্যাসে মনিকা পারভীন বর্ষা, গল্পে রাসেল রাজ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে হাবিবুল করিম, ক্যারিয়ার ও আত্মউন্নয়নে আবদুল্লাহ হামজা, ধর্মে মো. বিপ্লব হোসেন, কিশোর সাহিত্যে আহমাদ আব্দুল্লাহ উসামা ও শিশুসাহিত্যে ইভা জান্নাত শহিদা।
আয়োজকরা জানান, গত ০১ আগস্ট নতুন লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহবান করে বইনামা। ৩১ আগস্ট ছিল পাণ্ডুলিপি জমা দেয়ার শেষ সময়। সহস্রাধিক পাণ্ডুলিপি থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
আরওপড়ুন<<>>ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
পাণ্ডুলিপি বাছাইতে সহযোগিতা করেছেন ডেইলি স্টারের (বাংলা) সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ, লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ, কবি খালেদ রাহী, ইত্তেফাকের ভিন্ন চোখের ইনচার্জ নুরুল করিম, লেখক ও করপোরেট ট্রেইনার ইলিয়াস হোসেন।
রাশেদুল হাসান বলেন, এত এত ভালো পাণ্ডুলিপি জমা পড়েছে যে, বাছাই করতে আমাদের বেগ পেতে হয়েছে। যারা বিজয়ী হয়েছেন, তাদের জন্য শুভ কামনা। যারা এবার সফল হতে পারেননি, তাদের প্রতিও দোয়া-ভালোবাসা রইল।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।