Apan Desh | আপন দেশ

সাহিত্য আকাদেমি পুরস্কার থেকে বাদ বাঙালি সাহিত্যিক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১৯ মার্চ ২০২৫

সাহিত্য আকাদেমি পুরস্কার থেকে বাদ বাঙালি সাহিত্যিক

বইমেলায় বাংলা বই।

বাংলা সাহিত্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে—২০২৪ সালের সাহিত্য আকাদেমি পুরস্কারের তালিকায় নেই কোনো বাঙালি সাহিত্যিকের নাম। ১৯৭৩ সালের পর এ প্রথমবারের মতো বাংলার সাহিত্যিকরা পুরস্কারবঞ্চিত হলেন।

আকাদেমি কর্তৃপক্ষ 'পদ্ধতিগত সমস্যার' কথা বললেও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। ফলে নানা জল্পনা তুঙ্গে—বাঙালির প্রতি বঞ্চনা, নাকি যোগ্যতার অভাব?

প্রতিবছর ডিসেম্বর মাসে সাহিত্য আকাদেমি পুরস্কার ঘোষিত হয়। কিন্তু ২০২৪ সালে মার্চের গোড়ায় প্রকাশিত তালিকায় ২৩টি ভাষার সাহিত্যিকের নাম থাকলেও বাংলার কোনো প্রতিনিধি নেই। 

আকাদেমির সভাপতি মাধব কৌশিক বলেছেন, পদ্ধতিগত সমস্যার কারণে এবার কোনো বাঙালি সাহিত্যিককে পুরস্কার দেয়া যায়নি। তবে কী সে সমস্যা, তা ব্যাখ্যা করেননি তিনি।

বাংলা পরামর্শদাতা কমিটিও নীরব। দশ সদস্যের এ কমিটির আহবায়ক ব্রাত্য বসু স্পষ্টতই কোনো মন্তব্য করতে চাননি। তবে কমিটির এক অজ্ঞাত সদস্য দাবি করেছেন, পুরস্কার সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি।

বাংলা সাহিত্য মহলের একাংশের দাবি, অযোগ্য সাহিত্য সুপারিশ করাই এ পরিস্থিতির কারণ। অন্যদিকে, অনেকে মনে করছেন, এটা বাংলার প্রতি অবিচার। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এ বিষয়ে সাহিত্য আকাদেমির সচিবকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছে, এ সিদ্ধান্ত কি কোনো নীতিগত কারণে নেয়া হয়েছে, নাকি সত্যিই পদ্ধতিগত সমস্যা? বিচারকমণ্ডলি কি কোনো নাম সুপারিশ করেছিল? যদি করে থাকে, তবে সে তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক।

সংগঠনের সাধারণ সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায় বলেন, জনগণের করের টাকায় পরিচালিত একটি প্রতিষ্ঠান হিসেবে আকাদেমির স্বচ্ছতা বজায় রাখা উচিত। এছাড়া আকাদেমির বিরুদ্ধে একদেশদর্শিতার অভিযোগও তুলেছে অনেকে।

২০২৩ সালে 'জলের উপর পানি' উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পাওয়া স্বপ্নময় চক্রবর্তী বলছেন, যে কোনো কারণেই হোক, এবছর এ পুরস্কার নিয়ে মানুষের উৎসাহ ছিল না। ডিসেম্বরে তালিকা প্রকাশিত হয়নি, তা নিয়ে কেউ মাথাও ঘামায়নি। জানুয়ারিতে আমি পশ্চিমবঙ্গ সাহিত্য আকাদেমির অফিসে ফোন করেও কোনো উত্তর পাইনি। যেন কারো কিছু এসে যায় না।

সাহিত্য আকাদেমির এ সিদ্ধান্ত বাংলা সাহিত্যের প্রতি অবিচার, নাকি বাস্তব কারণ রয়েছে—তা নিয়ে বিতর্ক চলছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা