Apan Desh | আপন দেশ

একুশে বইমেলায় দৃষ্টি দিজার ‘বলতে লজ্জা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

একুশে বইমেলায় দৃষ্টি দিজার ‘বলতে লজ্জা নেই’

কবি দৃষ্টি দিজা

এবারের অমর একুশে বইমেলায় এসেছে কবি দৃষ্টি দিজার প্রথম কবিতার বই ‘বলতে লজ্জা নেই’। বইটি চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।

বইটি প্রসঙ্গে কবি দৃষ্টি বলেন, বিগত পাঁচ বছরে লেখা কবিতাগুলো থেকে বাছাইকৃত ৭২টি কবিতা স্থান পেয়েছে ‘বলতে লজ্জা নেই’তে। এ জীবনক্ষেপন, জ্ঞান-ক্ষুধা কিংবা ভরপেট ঢেকুর; একাকিত্ব, মানসিক বিশৃঙ্খল সচল অবস্থা কিংবা বৈকল্য; রাজনৈতিক দুশ্চিন্তা অথবা নিরপেক্ষ সুচিন্তা, প্রেম, ব্যর্থতা সবকিছু একত্রে বেঁধে বইটি বইমেলায় প্রকাশিত হলো।

এ কবি আরও বলেন, শুরুর দিকে বইটির নাম ভেবেছিলাম ‘কৃষ্ণ-হিম থেকে’। কিন্তু গত এক বছরে চিন্তায়, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের রেশ ধরে বইটির নামেও পরিবর্তন এসেছে। যে দ্বন্দ্ব ব্যক্তি আমার উপস্থিতিকে, মূর্ততাকে সত্য ও পূর্ণ করে, বইটিও আমার সে সকল দ্বিধাকে ধারণ করে বর্তমান।

বইটির প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। বইয়ের শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৭০১-৭০২ স্টল থেকে পাওয়া যাবে বইটি।

এর আগে, ২০২১ সালে ‘বিলুপ্তি ফেরাতে আসা রানী মাছ’নামে দৃষ্টি দিজার প্রথম গল্পের বই চৈতন্য থেকে প্রকাশিত হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা