Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার ‘পিয়ন’ জাহাঙ্গীরের সম্পদ জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩১, ২০ জানুয়ারি ২০২৬

শেখ হাসিনার ‘পিয়ন’ জাহাঙ্গীরের সম্পদ জব্দের আদেশ

ছবি: আপন দেশ

ঢাকার আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নামে থাকা প্রায় পৌনে দুই কোটি টাকার জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের সহকারী রিয়াজ হোসেন জানান, জাহাঙ্গীর আলমের নামে নোয়াখালীর সদর উপজেলা ও চাটখিলে মোট ৩৫ শতাংশ জমি জব্দের নির্দেশ দেয়া হয়েছে। এ জমির বাজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৭৪০ টাকা।

এ ছাড়া মিরপুরে অবস্থিত ১ হাজার ৩৮৫ বর্গফুটের ফ্ল্যাটও জব্দ করা হবে। ফ্ল্যাটটির মূল্য ৪১ লাখ ৮২ হাজার টাকা।

কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবের মধ্যে মোট অর্থ রয়েছে এক কোটি তিন লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা।

দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল আদালতকে জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় দুদক মামলা করেছে। তদন্তের স্বার্থে তার নামে থাকা সম্পদ জব্দ করা প্রয়োজন।

তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ছয় কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে থাকা সাতটি সঞ্চয়ী ও ডিপিএস হিসাবের মোট অর্থ পাঁচ কোটি ৯৬ লাখ টাকা। এ কারণে এ হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৪ জুলাই, দুর্নীতির বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেছিলেন, তার বাসায় কাজ করা এক পিয়ন এখন ৪০০ কোটি টাকার মালিক।

আরও পড়ুন <<>> কুমিল্লা-২ আসনে নির্বাচন হবে ইসির সীমানা অনুযায়ী

তিনি বলেন, হেলিকপ্টার ছাড়া চলে না। কীভাবে এত টাকা হল, জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।

এরপর সামাজিক মাধ্যমে জাহাঙ্গীর আলমকে নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে তার ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ আসে।

জাহাঙ্গীর আলম দুই মেয়াদ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। পরে বিভিন্ন অভিযোগের কারণে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

শেখ হাসিনা বিরোধী অবস্থানে থাকলেও তিনি তার ব্যক্তিগত স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অনুষ্ঠানে খাবার ও পানি বহনের কারণে তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিত।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি আদালত জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ