Apan Desh | আপন দেশ

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩৯

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫০, ১১ জানুয়ারি ২০২৬

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩৯

ফাইল ছবি

দেশজুড়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২। এ অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।

পৃথক অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা পুলিশ।

এর মধ্যে বনানী থানা ৫ জন, খিলক্ষেত থানা এলাকায় ১০ জন, মিরপুর মডেল থানা এলাকায় ৩ জন, শেরেবাংলা নগর থানা এলাকায় ৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন<<>>মুসাব্বিরকে গুলি করে হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেন। সেখানে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী, শরীফুল ইসলাম শরীফ, শামীম আহম্মেদ জয়, মো. রবিন, মো. সেলিম মিয়া, বাধন চন্দ্র দেবনাথ, অজিত দেওরী, মো. কামরুল, মো. রমজান শেখ ও মো. জালাল। একইদিন শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পুরনো মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন-হোসাইন মোহাম্মদ জালাল শান্ত, মো. আল আমিন,  বেল্লাল হোসেন, জয়নাল আবেদীন, শ্রী অপূর্ব ব্যানার্জি), মো. আনোয়ার হোসেন, মো. আনোয়ার হোসেন ও মো. শরিফুল ইসলাম।

এ ছাড়া খিলক্ষেত থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে।  তারা হলেন-মো. আলামিন মোমেন, সুমন মিয়া, মো. দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মো. সাদেক মিয়া, মো. ইউনুস আলী, মো. শাকিল আহম্মেদ, মো. সালমান, মো. নাহিদ ও মো. রাকিব।

একই দিন বনানী থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। তারা হলো মো. রাব্বী, ওমর হোসেন টুটুল, মো. সুজন হোসেন, মো. রাসেল জোফদ্দার ও সোহেল খা।

মিরপুর মডেল থানা পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। মো. রমজান, মো. শুভ ও মো. আব্দুল্লাহ মাতাব্বরকে আদালতে হাজির করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’