Apan Desh | আপন দেশ

বিচারকাজ বিলম্ব করতে ট্রাইব্যুনালকে বিভ্রান্তের চেষ্টা: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ২১ ডিসেম্বর ২০২৫

বিচারকাজ বিলম্ব করতে ট্রাইব্যুনালকে বিভ্রান্তের চেষ্টা: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

বিচারকাজ বিলম্ব করতে আসামিপক্ষ একের পর এক আবেদন করে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল আজ (২১ ডিসেম্বর)। এদের মধ্যে ১০ জনই সাবেক সেনা কর্মকর্তা। তবে ট্রাইব্যুনাল এ আদেশ পিছিয়ে দিয়েছেন। আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। বিচারিক প্যানেলের নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন>>>হাইকমিশনে উগ্রপন্থীদের হামলা, ভারতকে কড়া জবাব পররাষ্ট্র উপদেষ্টার

এ মামলায় গ্রেফতার ৩ সেনা কর্মকর্তা তোফায়েল, কামরুল ও মশিউর জুয়েলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। একপর্যায়ে আদেশের জন্য আরেকটি তারিখ নির্ধারণের আর্জি জানান। পরে দুই দিন পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিকে, আসামিপক্ষের এমন আবেদনে আপত্তি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে বলেন, বিচারকাজ বিলম্ব করতেই আসামিদের আইনজীবীরা এমন করছেন। এজন্য একের পর এক আবেদন করে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করছেন তারা।

এ ছাড়া এ বিচার কাজে বাধাগ্রস্ত করতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আসামিপক্ষের চেষ্টা হচ্ছে মামলার চার্জ ফ্রেম যেনো না হয়। মামলায় যদি ‘প্রাইমা ফেসি’ গ্রাউন্ড থাকে তাহলে চার্জ ফ্রেমিং হতে হবে। তারা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়