Apan Desh | আপন দেশ

ডা. জুবাইদা রহমানের আপীল শুনানী সোমবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩, ২২ মে ২০২৫

ডা. জুবাইদা রহমানের আপীল শুনানী সোমবার

ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন ডা. জুবাইদা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। দণ্ড থেকে খালাস চেয়ে ডা. জুবাইদার হাইকোর্টে করা আপিলের পরবর্তী শুনানি আগামী সোমবার (২৬ মে)। 

বৃহস্পতিবার (২২ মে ) বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আপিলের প্রথম দিনের শুনানি শেষে  পরবর্তী শুনানির দিন ধার্য করেন। 

ডা. জুবাইদা রহমানের আপিলের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জাকির হোসেন ভূইয়া। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।

গত ১৪ মে এ মামলার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. জুবাইদা রহমানের অর্থদণ্ড স্থগিত করেন। কে জামিন দেন। সে সঙ্গে নিম্ন আদালতে থাকা এ মামলার নথি তলবের আদেশও স্থগিত করেন।  

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ছিল সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের। রাজধানীর কাফরুল থানায় মামলাটি করা হয়েছিল। 

পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ২০২৩ সালের ২ আগস্ট এ মামলায় রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে এ মামলায় জুবাইদা রহমানের কারাদণ্ড ১ বছরের জন্য স্থগিত করা হয়। গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়