Apan Desh | আপন দেশ

দুদকের মামলায় ডা. জুবাইদা রহমানের হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৬, ১৪ মে ২০২৫

আপডেট: ১৩:১৭, ১৪ মে ২০২৫

দুদকের মামলায় ডা. জুবাইদা রহমানের হাইকোর্টে জামিন

ডা. জুবাইদা রহমান

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৩ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দেন। 

একই সঙ্গে সাজা থেকে খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। এ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে। এই মামলায় বিচারিক আদালতের নথি তলব করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ মে) এ আপিল দায়েরের ক্ষেত্রে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা চেয়ে তার করা আবেদন মঞ্জুর করেন হাইকোর্টের একই বেঞ্চ। একই সঙ্গে আপিল দায়েরের অনুমতি দেন। পরে এ মামলায় খালাস চেয়ে আপিল করা হয়। এ আপিলের সঙ্গে জামিনের আবেদনও করেন তিনি।

আদালতে ডা. জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান শুনানি করেন। 

পরে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এছাড়া আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এ মামলার আপিল শুনানির জন্য যাবতীয় নথিও তলব করা হয়েছে।

এ মামলায় ২০২৩ সালের ২ আগস্ট রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ড এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা এ মামলায় ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিত করে গত বছরের ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের ভাষ্য, সাজা স্থগিত চেয়ে জুবাইদা রহমানের করা আবেদন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলায় তাকে দেয়া দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হলো।

জুবাইদা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। এর মধ্যে ১৭ বছর তিনি লন্ডনে ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ৬ মে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তিনি।

দেশে ফিরে আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে হাইকোর্টে আবেদনটি করেন ডা. জুবাইদা রহমান। আবেদনটি বুধবার আদালতের কার্যতালিকায় ওঠে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়