Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার ৮ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

খালেদা জিয়ার ৮ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পৃথকভাবে এ রায় প্রকাশিত হয়। 

গত বছল ৩০ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দেন। রায়ে মামলাগুলো বাতিল করা হয়। 

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার ও রাসেল আহমেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. গিয়াস উদ্দিন গাজী, শামীমা আক্তার বানু, লাবণী আক্তার ও কাজী মোহাম্মদ মনরিুজ্জামান। 

বাস পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ২৯ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ১ মার্চ, ৩ মার্চ দারুস সালাম থানায় এবং ২৪ জানুয়ারি, ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় এসব মামলা দায়ের করা হয়। পরে এসব মামলায় অভিযোগপত্র দেয়া হয়। ২০১৭ সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের অক্টোবরে রুল মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট। 

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবীরা বলেছিলেন, আদালত ওইসব মামলায় রুল অ্যাসলিউট করেছেন। এর অর্থ হলো, মামলাগুলো বাতিল হয়ে গেলো। এ মামলাগুলো আর থাকলো না। অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দায়ের করা এসব মামলা থেকে খালেদা জিয়ারকে অব্যাহতি দেয়া হলো। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়