Apan Desh | আপন দেশ

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলায় নিহত ৩০

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ৫ জানুয়ারি ২০২৬

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলায় নিহত ৩০

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন বহু মানুষ। হামলার সময় মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

স্থানীয় সময় রোববার (০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নাইজারের ডেমো গা্রামের কাসুয়ান দাকি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন<<>>ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক’ উদাহরণ: জাতিসংঘ মহাসচিব

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, রোববার মোটরসাইকেলে চেপে কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা।

স্থানীয় লোকজনের কাছে এ সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন আরও বলেন, হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়