Apan Desh | আপন দেশ

ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫০, ৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। তিনি এ ঘটনাকে যুদ্ধের সমতুল্য একটি পদক্ষেপ হিসেবেও আখ্যা দিয়েছেন।

রোববার (০৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বাহিনী আটক করে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে নেয়ার পরিকল্পনা সম্পর্কে তাকে অবগত করা হয়েছে।

মামদানি লেখেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফা সামরিক হামলা যুদ্ধের শামিল এবং এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন<<>>ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে ভেনেজুয়েলা: ট্রাম্প

তিনি আরও বলেন, এ প্রকাশ্যভাবে সরকার পরিবর্তনের চেষ্টা শুধু বিদেশের মানুষের ওপর প্রভাব ফেলছে না, এর সরাসরি প্রভাব পড়ছে নিউইয়র্কবাসীর ওপরও। বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত হাজার হাজার ভেনেজুয়েলান অভিবাসী এ পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে রয়েছেন।

মেয়র মামদানি বলেন, তার প্রধান অগ্রাধিকার নিউইয়র্কে বসবাসকারী ভেনেজুয়েলানদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি শহরের সব বাসিন্দার সুরক্ষা বজায় রাখা। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা দেয়া হবে বলেও তিনি জানান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চূড়ান্ত প্রতিবেদন: আ.লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গুম সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান সম্প্রচার, সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ এক মাসের মধ্যে গঠনের চেষ্টা করছি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ৪ ঘণ্টা পর স্বাভাবিক কারওয়ান বাজার, যান চলাচল শুরু তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে, দাবি জামায়াতের এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির কুয়াশায় ‘ঢাকা’ রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে ভেনেজুয়েলা: ট্রাম্প আইপিএল থেকে মোস্তাফিজ বাদ, আসিফ নজরুলের কড়া বার্তা