ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২৮ দফার শান্তিচুক্তি নিয়ে জেনেভায় চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) রাতে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের এ কথা বলেন।
তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে কয়েক দিনের মধ্যে শান্তিচুক্তির সব দফা চূড়ান্ত হয়ে যেতে পারে। আলোচনায় ইউক্রেন ও ইউরোপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যাটোর ভূমিকা কী হবে, সে বিষয়ে এখনো অনেক কাজ বাকি আছে। তবে তার দল প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত ২৮ দফার অমীমাংসিত অনেক বিষয়ের ব্যবধান কমিয়ে আনতে পেরেছে।
রুবিওর ভাষায়, ‘আজ আমরা যা অর্জন করেছি, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।’
আলোচনায় ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা অংশ নেন। তারা ট্রাম্পের প্রস্তাবে থাকা ইউক্রেনের সেনা সংকোচন ও ভূমি ছাড়ের ধারা নিয়ে আপত্তি জানান এবং বিকল্প প্রস্তাব দেন। একইসঙ্গে ইউক্রেনকে আরও বড় সেনাবাহিনী বজায় রাখার অনুমতি ও আলোচনার ভিত্তি হিসেবে বর্তমান যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইন ব্যবহারের দাবি তোলেন।
নিজেদের বিকল্প প্রস্তাবে ইউরোপের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনার চেয়ে ইউক্রেনকে আরও বড় সশস্ত্র বাহিনী রাখার অনুমতি দেওয়া হোক। আর ভূমি-সংক্রান্ত আলোচনা পূর্বনির্ধারিত কোনো দৃষ্টিভঙ্গির বদলে বর্তমান রণক্ষেত্রের সম্মুখসারি (ফ্রন্ট লাইন) থেকে শুরু হওয়া উচিত।
ট্রাম্প এর আগে বলেছিলেন, ইউক্রেনকে বৃহস্পতিবারের মধ্যে তার পরিকল্পনায় সাড়া দিতে হবে, নইলে তিনি অন্য পথে ভাববেন। পরে তিনি জানান, প্রস্তাবে পরিবর্তনের সুযোগ রয়েছে।
আরও পড়ুন<<>>ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫
ট্রাম্পের ২৮ দফা অনুযায়ী, ইউক্রেনকে নিজেদের পূর্ব দিকের পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। অথচ এ অঞ্চলের কিছু এলাকা এখনো ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। দনবাস ছাড়ার বিনিময়ে ইউক্রেনের অন্যান্য অঞ্চলে নিয়ন্ত্রণে নেয়া এলাকা ছাড়বে রাশিয়া। তা ছাড়া ইউক্রেনকে নিজেদের সশস্ত্র বাহিনীর আকার ছয় লাখের মধ্যে নামিয়ে আনতে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে।
গত শুক্রবার সময় বেঁধে দেয়ার পরের দিন শনিবার নিজের অবস্থান কিছুটা নমনীয় করে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করার জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, তা চূড়ান্ত নয়। এতে পরিবর্তনের সুযোগ আছে।
জেনেভায় আলোচনা শেষে রুবিও বলেন, এখনো কিছু বিষয়ে আমরা একমত হতে পারিনি। আশা করি বৃহস্পতিবারের মধ্যে আমরা এসব বিষয়ে একমত হতে পারব। তবে এসব বিষয় মিটমাট করতে প্রয়োজনে সময় আরও বেশিও লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ প্রস্তাবকে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে দেখছেন। তবে কিয়েভ যদি তা প্রত্যাখ্যান করে, তাহলে রুশ বাহিনীর অগ্রযাত্রা চলবে বলে সতর্ক করেছেন তিনি।
জেনেভায় আলোচনা সোমবারও চলবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































