Apan Desh | আপন দেশ

মামদানির মুখোমুখি হওয়ার পর ভোল পাল্টালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৬, ২২ নভেম্বর ২০২৫

মামদানির মুখোমুখি হওয়ার পর ভোল পাল্টালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নির্বাচনের আগে তৎকালীন মেয়র প্রার্থী জোহরান মামদানির সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছিলেন নানা হুমকিও। তবে কিছুই কাজে আসেনি। বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন মামদানি। তারপর আস্তে আস্তে উত্তেজনা কমতে থাকে। অবশেষে ট্রাম্প এবং মামদানি মুখোমুখি হন।
 
স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র মামদানি। দীর্ঘ সময় ধরে চলা তীব্র রাজনৈতিক সমালোচনা ও বিরোধিতার পর দুই নেতাই এ বৈঠকে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওভাল অফিসে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি (মামদানি) যত ভালো করবেন, আমি তত খুশি হব। আমরা তাকে ভালো কাজ করতে সাহায্য করব। তার অনেক ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়। আমরা অনেক বিষয়ে একমত, যা আগে ভাবিনি।

আরও পড়ুন<<>>জাতিসংঘের জলবায়ু সম্মেলন ভেন্যুতে আগুন

মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নিচ্ছেন। তিনি বলেন, নিউইয়র্ককে আরও সাশ্রয়ী ও বাসযোগ্য করার বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

এর আগে ট্রাম্প নির্বাচনি প্রচারণায় মামদানিকে গ্রেফতার ও দেশ থেকে তাড়ানোর হুমকি পর্যন্ত দিয়েছিলেন। অন্যদিকে মামদানিও ট্রাম্পকে ‘স্বৈরশাসকের মতো আচরণ’ করার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। ট্রাম্প বারবার তাকে ‘কমিউনিস্ট’ বলেও আক্রমণ করেছিলেন।

তবে হোয়াইট হাউসের বৈঠকে দুই নেতা অতীতের তিক্ততা সরিয়ে রেখে নিউইয়র্কের উন্নয়ন, জনসেবা এবং মানুষের জীবনমান নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়